গোলাপগঞ্জে মাইক্রোবাস শাখার সাবেক সভাপতি লায়েক ইয়াবাসহ গ্রেপ্তার

সিলেট

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::

সিলেটের গোলাপগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী লায়েক আহমদকে (৪২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত তছকর আলীর ছেলে। সে গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাবেক সভাপতি ও বিগত পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাসের নেতৃত্বে একদল পুলিশ আসামির বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালানোর সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামিকে তল্লাশী করলে তাঁর লুঙ্গির ভেতর থেকে ১৫১ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৪৫ হাজার ৩শ টাকা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *