গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে এক যুবকের মৃতদেহ উদ্ধার

সিলেট

মোঃ সরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধি::

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ চৌমুহনীর একটি দোকানের বারান্দা থেকে গলায় ফাঁসি লাগানো অবস্থায় রাব্বি আহমেদ (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ আগস্ট) সকালে ঢাকাদক্ষিণ বাদামের চৌমুহনীর একটি দোকানের বারান্দা থেকে গলায় ফাঁসি লাগানো অবস্থায় সুনামপুর গ্রামের সুনাহর আলীর পুত্র রাব্বি আহমেদর মৃতদেহ দেখতে পায় স্থানীয় জনতা। এসময় গোলাপগঞ্জ মডেল থানায় জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে।

রাব্বি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন বলে জানা যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *