গোয়াইনঘাটে সবক’টি মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলা হবে

সিলেট

সনাতন ধর্মালম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মালম্বি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। 

সোমবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সবকটি পুজা মন্ডপে পূন্যার্থীদের নিরাপদ আগমন ও প্রস্থানসহ সার্বিক শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান দেওয়া হয়। ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক মোড়লের পরিচালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুলের সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

গোয়াইনঘাট থানা পুলিশ কর্তৃক আয়োজিত গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সহিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা ও সবকটি ইউনিয়নের সার্বজনিন পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *