গাজীপুর কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছে।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে হাইটেক রেলস্টেশন সামনে ওই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশন মাস্টার তাওলাদ হোসেন ও জয়দেবপুর রেলওয়ে পুলিশের সাব ইনস্পেকটর শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশন অতিক্রম করার সময় একটি যুবক ট্রেন থেকে পড়ে যায়। এসময় তার মাথা হতে দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩০ বছর হবে। নিহতের লাশ স্টেশনেই রয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শেয়ার করুন