চা-শ্রমিকদের দুর্দশা দূর করতে উদ্যোগ নেওয়া হবে: খন্দকার মুক্তাদীর

সিলেট

চা-শ্রমিকদের দুর্দশা দূর করতে বিএনপি উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেছেন, চা-শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক বৈষম্যের শিকার হয়ে তাঁরা দুর্বিষহ জীবনযাপন করছেন।

আজ শনিবার বিকেল চারটায় সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকায় ১ হাজার ৬০০ চা-শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবদুল মুক্তাদীর এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ও মহানগর বিএনপি এসব খাত্যসামগ্রী বিতরণ করে।

খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন জরুরি। বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। টেকসই উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের সম্মানজনক বেতন কাঠামো, উন্নত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তাঁদের দৈনিক মজুরি অত্যন্ত কম, আবাসনব্যবস্থা অনুন্নত, চিকিৎসাসেবা অপ্রতুল। এমনকি অনেক ক্ষেত্রে নিয়মিত মজুরিও তাঁরা পান না। এসব সংকটে বিএনপি শ্রমিকদের পাশে থাকবে এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।’

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা, খরা কিংবা সংকট—সব সময় আমরা সাধারণ মানুষের পাশে থাকি। চা-শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে

খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ ও আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সরোয়ার রেজা, সাবেক ছাত্রদল নেতা মুস্তফা কামাল পাশা মওদুদ, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, মহানগর বিএনপির সহ–স্থানীয় সরকার সম্পাদক মিনহাজ পাঠান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *