চুরির অপবাদে শিশু-কিশোরকে নির্যাতন

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলায় চুরির অভিযোগ এনে বাদল (১৪) নামে এক শিশু-কিশোরকে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। মোংলা উপজেলার ফেরীঘাট এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে দড়ি দিয়ে বেঁধে বেধরক পিটিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। আহত বাদল (১৪) মামারঘাট এলাকার জামাল শেখ ও হারিদা বেগম এর ছেলে। শনিবার (৩ ডিসেম্বর) বিকালে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের এমন একটি ভিডিও সংবাদকর্মীদের হাতে আসে। সেখানে দেখা গেছে, চুরির অপবাদ দিয়ে কিশোরের ওপর বর্বর নির্যাতন চলায় যুবকরা। এসময় সে চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইলেও তাকে নির্মমভাবে পেটানো হয়। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাধারণ জনগন। প্রত্যক্ষদর্শীরা জানান, চুরির অপবাদে শিশুটিকে একটি তারের খাম্বার সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালায় ফেরীঘাট এলাকার কিছু লোকজন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আমরা শিশু নির্যাতনের ঘটনার খবর পেয়ে পরিবারের কাছে যাই। পরিবারটি কোন মামলা দিতে চাচ্ছেনা। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *