চ্যাম্পিয়নস ট্রফি: বাংলাদেশের নতুন জার্সিতে গর্জনরত বাঘ

খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে গত বুধবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বর্তমানে দুইবাইয়ে অবস্থান করছে তারা।

এরমধ্যেই আজ সন্ধ্যা ৬টায় নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জার্সি উন্মোচনের একটি ভিডিও নিজেদের ফেসবুক পেইজে প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

যেখানে রয়েছে নতুনত্বের ছোঁয়া। আগের মতোই জার্সিতে লাল-সবুজের প্রাধান্য থাকলেও বিশেষ স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার।

টাইগারদের নতুন জার্সির বড় অংশ জুড়ে রয়েছে সবুজ এবং হাতায় রয়েছে আগুনের শিখার মতো লাল রঙের ছাপ। বাঘের মাথার পেছনে রয়েছে জঙ্গলের প্রতিচ্ছবি।

দেখে মনে হবে, জঙ্গল থেকে মাথা বের করে গর্জন করছে রয়্যাল বেঙ্গল টাইগার।

বিসিবির প্রকাশিত ভিডিওতে বিভিন্ন ভঙ্গীতে জার্সি প্রদর্শন করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। এরইমধ্যে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। সমর্থকরা প্রশংসায় ভাসাচ্ছেন বিসিবিকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ম্যাচটি হবে দুবাইয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিউইদের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে শান্তবাহিনী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *