ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন লোক আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে গ্রামের হুসেন মিয়ার বোনের বিয়ে হয় একই গ্রামের প্রবাসী কবির মিয়ার সাথে।এদিকে প্রবাসী কবির মিয়ার ভাই ইনজেল মিয়ার সাথে দ্বন্দ্ব রয়েছে হুসেন মিয়ার পরিবারের। কিছুদিন আগে বোনকে মারপিটের অভিযোগ এনে ইনজেল মিয়ার উপর হামলা করেছে হুসেন মিয়ার লোকজন।
এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে।
শুক্রবার ইনজেল মিয়ার নেতৃত্বে কিছু লোক হুসেন মিয়ার বাড়িতে হামলার চেষ্টা চালায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হুসেন মিয়া (৩৫) সুমন আহমদ (২২),জুয়েল মিয়া (২১),রহিম আলী (৫০), ইনজেল মিয়া (৪৫), নিজাম উদ্দিনসহ (৩৩) আহতদের
কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
শেয়ার করুন