সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চার সন্তানের জনককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ মে) ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১০ মে) সুনামগঞ্জের ছাতক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হেলাল উদ্দিনের আদালতে এ রায় দেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন-উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে ফয়জুল হক (৪০)।
মামলা সূত্র থেকে জানা গেছে, গত ৩ মে ভুক্তভোগী কিশোরীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ফয়জুল। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে বুধবার সেই মামলার শুনানির দিন ধার্য ছিল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, বুধবার (১০ মে) ছাতক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হেলাল উদ্দিনের আদালতে উপস্থিত হয়ে আসামি জামিনের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেয়ার করুন