ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মণিপুরী সম্প্রদায়ের উদ্যাগে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় উঃসবগুলোর মধ্যে ঝুলন যাত্রা অন্যতম বড় উৎসব। প্রতিবছরই উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে ধনীটিলা, রাস নগর ও রতনপুর গ্রামেন মণিপুরী সম্প্রদায়ের লোকজন ধর্মীয় ভাবগাম্বিয ও উৎসবমূখর পরিবেশে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা পালন করে থাকে। শ্রাবণী মাসের পূর্ণিমা তিথিতে এ ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকেন সনাতনীরা। ধনীটিলা রাধা-গোবিন্দের মন্দিরে পাঁচদিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয় সোমবার রাতে। ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্যদিয়ে আগামী শুক্রবার শেষ হবে বলে উঃসব পরিচালনাকারী ইন্দ্র মোহন সিংহ ও মণিপুর সম্প্রদায়ের যুবনেতা মিলন কুমার সিংহ।
শেয়ার করুন