সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে ২ দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্ভোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুল মাঠে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপস্থিত অতিথিবৃন্দ ছাতক ডিগ্রি কলেজ, মঈনপুর জনতা ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ,জাউয়াবাজার ডিগ্রি কলেজ,ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেলায় বসানো ষ্টলগুলো পরিদর্শন করেছেন। পরে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউ আর সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি)মোঃ ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ইউ আর সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব প্রমুখ। ##
শেয়ার করুন