ছাত্র আন্দোলনে সমর্থন অব্যাহত রেখেছে তালামীযে ইসলামিয়া

সিলেট

মোঃ সরওয়ার হোসেন, সিলেট লাইন প্রতিনিধিঃ

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিসমূহের প্রতি একাত্মতা পোষণ করে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এক বিবৃতিতে বলেন, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা দাবিগুলি ছাত্রসমাজের যৌক্তিক দাবি। দেশের সর্বস্তরের জনগণও এ দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এ সকল দাবি মেনে নেওয়ার বিকল্প নেই।

নেতৃবৃন্দ সারাদেশে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হামলায় শাহাদত বরণকারী ছাত্রদের মাগফিরাত কামনা করে আহত আন্দোলনকারীদের সুস্থতা কামনা করেন। ছাত্র হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করে আন্দোলনে গ্রেফতারকৃত তালামীযে ইসলামিয়ার কর্মীবৃন্দসহ সকল শিক্ষার্থী, শিক্ষক ও জনসাধারণের মুক্তির দাবি জানান। নেতৃবৃন্দ সার্বজনীন ছাত্র আন্দোলনে সংগঠনের কর্মীদেরকে পূর্বের ন্যায় দলীয় ব্যানারের উর্ধে থাকার আহবান জানান এবং আন্দোলনে নিহত, আহত ও গ্রেফতারকৃত ছাত্রদের পরিবারের প্রতি নেতৃবৃন্দ সহমর্মিতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *