স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিতে যশোর জেলা থেকে ছয় জন মনোনীত হয়েছেন।
সহ সভাপতি মোতাছিম বিল্লাহ (মনিরামপুর),সহ-সাধারণ সম্পাদক ইসলামুল হক চঞ্চল(চৌগাছা),সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান তরফদার আশা (যশোর সদর),সহ-সাংগঠনিক সম্পাদক জি এম রাকিব হাসান রকি (যশোর সদর),সহ-বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক মোঃ নওয়াজিস ইসলাম রিয়েল (ঝিকরগাছা),কার্যনির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান খান সম্রাট(যশোর সদর)কে মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি।
এরপর দীর্ঘ ৪ মাসপর গতকাল (১১ সেপ্টেম্বর) রবিবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি ২১, যুগ্ম সাধারণ সম্পাদক ৮২ জন ও সহ সাধারণ সম্পাদক ৬২ জন মনোনীত হয়েছেন।
নতুন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
শেয়ার করুন