বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক’কে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্টিত হয়।
উক্ত মিছিল পরবর্তী পথসভায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্ব আগামীর সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা ছাত্রলীগ রাজপথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
এ ছাড়া অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমেদ জনি, সিলেট জেলা ছাত্রলীগ নেতা এম আর মুহিব, সৌরভ জায়গিরদার, আব্দুস সাদিক তারেক,আল মামুন, সঞ্চয় সরকার,মাহমুদলু করিম নেওয়াজ, সাহেক আহমদ,সাহেদ জায়গিরদার, আবু তায়েফ,আল আমিন,দ্বীপ রাজ দাস দিপায়ন,মেহরাব হোসাইন, অলিউর রহমান,সঞ্চয়, ইমন ইবনে সাম্রাজ,জামিল আহমদ পাবেল,মাহির দাইয়ান, দীপু গৌস,হেলাল, সাহেল,বিপ্লব,তাহসান হাবিব, আরিফ,রাফি,রহমান, সোহাগ,অপু,আশরাফুজ্জান,আফজল,সজিব,হৃদয় নিলয় পাল, নয়ন পাল, রাসেল, আশরাফুল শাহী, আবু তাহের, শাকিল আহমদ, রাব্বী, সুমন, সীয়ান, ফাহিম, মুন্না, মিটুন, হাফিজ, সাহান, পল্লব, হাসান, ফাইয়্যাজ, মুহিন, আফজাল হোসেন মিজান, আশরাফ, সাহেদ, জসীম, ইকবাল, মেহেদী হাসান সুমন, রনি, সানজিদ, রাজীব, সাগর, সিদ্দিকুর রহমান, মান্না, মাহমুদ, সাদিক, সাজন, আমির সহ প্রমুখ।