গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে (জিএম) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফা সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে খাতা দেখার নাম করে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে সোমবার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আর বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।মেডিকেল পরীক্ষায় ধর্ষণের সত্যতা মিলেছে।
শেয়ার করুন