স্টাফ রিপোর্টার:
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেছেন, জনবল সংকট স্বাস্থ্যখ্যাতে একটাই বড় সসস্যা। এতে করে মানুষকে পুরোপুরিভাবে তাদের কাঙ্খিত সেবা দেওয়া যাচ্ছে না। তবে কিছু দিনের মধ্যেই ওই সংকট দূর হবে, আর মানুষ তাদের কাঙ্খিত সেবা পাবেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ আশানুরুপ সেবা পাচ্ছেন। দরিদ্র-অসহায় মানুষের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে উপজেলা হাসপাতাল।
তিনি সোমবার (১লা জানুয়ারী) সিলেটের বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত পুরস্কার বিতরণ ও স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শর্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে কেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. সজল এস চক্রবর্তী, নার্স রুনা লায়লা ও শ্রাবনী কোচের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, ইউএইচএনপিও’র বিভাগীয় সম্পাদক ডা. জসিম উদ্দিন শরীফী। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ভাল কাজের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রাণী সম্পদ কর্মকর্তা নাহিদা রওরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজকর্মী ডা. শাহাদাত হোসেন, সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী নাছের রহমান, প্রবাসী আবু নাছের, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব বৈষব, মেডিকেল অফিসার ডা. গৌতম সরকার, ডা. প্রমা তালুকদার বিন্তি, ডা. মামুন মিয়া, নারসিং সুপারভাইজার জয়শ্রী দেব, সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন, প্রধান সহকারি আলী আহমদ, টিএলসিএ দিভাংশু গুণ প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন