জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান বিশ্বনাথ উপজেলা দল

সিলেট

স্টাফ রিপোর্টার:

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সিলেট অঞ্চলে বিশ্বনাথ উপজেলা বালক অনূর্ধ্ব-১৭ তে  চ্যাম্পিয়ন ও বালিকা অনূর্ধ্ব -১৭ তে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেট জেলা ষ্টেডিয়ামে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনালে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব ১৭ ফুটবল দল নাভিদের একমাত্র গোলে সিলেট সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের আব্দুল তাহিদ এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের সায়েম এবং সর্বোচ্চ গোলদাতা হন একই দলের পারভেজ । অপরদিকে উক্ত টুর্ণামেন্টে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল সিলেট সদর উপজেলার কাছে ট্রাইব্রেকারে হেরে রানার্সআপ হয়। তবে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার অর্জন বিশ্বনাথ দলের তুষ্টি রানী।

জানাগেছে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশে উৎসব মূখর পরিবেশে এ বৎসর পালিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫ । এর অংশ হিসেবে জানুয়ারী মাসের মধ্যভাগে সিলেটে শুরু হয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা অনূর্ধ্ব-১৭ এর সিলেট অঞ্চলের খেলা। এতে সিলেটের সবকয়টি উপজেলা নক-আউট পদ্ধতিতে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেয়। এতে বিশ্বনাথ উপজেলা বালক অনূর্ধ্ব -১৭ দল ১ম রাউন্ডে দক্ষিণ সুরমা উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ৩-০ গোলে, কোয়ার্টার ফাইনালে কানাইঘাট উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ৫-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উন্নিত হয়। সেমিফাইনালে নির্ধারিত সময়ে বালাগঞ্জ উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ১-১ গোলে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের সাথে ড্র করতে সমর্থ হলেও ট্রাইব্রেকারে ৬-৪ গোল হেরে যায়। ফলে ফাইনালে মুখোমুখি হয় বিশ্বনাথ উপজেলা ও সিলেট সদর উপজেলা । তীব্র প্রতিদন্দিতাপূর্ণ ফাইনাল নাভিদের একমাত্র গোলে সিলেট সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট এর জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার,  দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান,  দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান,  অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *