জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৩” এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন

সিলেট

স্টাফ রিপোর্টার:

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কর্তৃক প্রতিভার সন্ধানে “জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৩” এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মোহনা টিভি ও বৈশাখী টিভির ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মুফতী মাওলানা বেলাল আহমদ এর পরিচালনায় উত্তীর্ণদের বিজয়ী স্মারক প্রদান করেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
সকালে প্রতিযোগিতা পরিদর্শন করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। এতে আরও উপস্থিত ছিলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস প্রধান মাওলানা জিল্লুর রহমান, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ মাওলানা আবু সাঈদ সেলিম, হাফিজ আবদুল আজিজ ও হাফিজ মাওলানা আজাদ আলী।
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের ৬৫০টি মাদরাসার ২৮৬০জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য হতে ৩৭৫জন প্রতিযোগী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ী ৪৫জনকে নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনালে ৪৫ জনের মধ্য হতে ১৩জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে বিজয় লাভ করেন।
হিফয তাকমীল জামাতে ১ম স্থান অর্জন করেন সিলেট মহানগরীর লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট’র ছাত্র সৈয়দ বুরহান আহমদ বোগদাদী, ২য় স্থান অর্জন করেন আল মদিনার নূর সিতারা কুরআনিক ইন্সটিটিউট’র ছাত্র মো. ফাহিম আহমদ এবং ৩য় স্থান অর্জন করেন শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযীলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসা’র ছাত্র মোহাম্মদ আবু নাছের।
হিফয উচ্চ মাধ্যমিকে ১ম স্থান অর্জন করেন, ছাতক উপজেলাধীন ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসার ছাত্র আহমদ জামি, ২য় স্থান অর্জন করেন রাজনগর উপজেলাধীন পাঁচগাঁও এতিমখানা হাফিযিয়া মাদরাসার ছাত্র মাহবুবুর রহমান, ৩য় স্থান অর্জন করেন বিশ্বনাথ উপজেলাধীন নতুন হাবড়া বাজার হাফিযিয়া দাখিল মাদরাসার ছাত্র রায়হান হুসাইন মিজান।
হিফয মাধ্যমিকে ১ম স্থান অর্জন করেন জুড়ী উপজেলাধীন গোয়ালবাড়ী হাফিযিয়া মাদরাসার ছাত্র আহসানুর রহমান, ২য় স্থান অর্জন করেন কুলাউড়া উপজেলাধীন এম.জি হিফযুল কুরআন একাডেমী’র ছাত্র রাদী হাসান, ৩য় স্থান অর্জন করেন যৌথভাবে ছাতক উপজেলাধীন ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসার ধারন’র ছাত্র শাহিনুর রহমান ও শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযীলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র সাদেক হোসাইন ফেরদৌস।
হিফয ইবতেয়ীতে ১ম স্থান অর্জন করেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযীলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র মো. হুসাইন খান আরিফ, ২য় স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র আল আমিন হোসেন, ৩য় স্থান অর্জন করেন শ্রীমঙ্গল উপজেলাধীন ইছবপুর হযরত শাহ গউছ আলী র. এতিমখানা ও সামছুন্নাহার হাফিযিয়া মাদরাসার ছাত্র মোফাস্সীর আলী।
বিচারকের দায়িত্বপালন করেন দি কুরআনিক হোম-এর প্রিন্সিপাল হাফিয মাওলানা ফয়েজ আহমদ, শাহজালাল রহমানিয়া দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আবু সাঈদ মো. সেলিম, আল কুরআন মেমোরাইজিং সেন্টার ফুলতলী’র শিক্ষক হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম, সাওতুল মদীনা তাহফিযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আশফাকুজ্জামান আদনান, হাসানাইন তাহফিযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা ইউসুফ মো. শাহান, গোপালপুর লতিফিয়া হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা আকমল হুসাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *