গণশিল্পী মিসবাহ উদ্দীন ছিলেন সুস্থ সংস্কৃতির একনিষ্ঠ ধারক ও প্রচারক
জালালাবাদ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সংগঠনের সভাপতি গণশিল্পী মরহুম মিসবাহ উদ্দীনের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, গণশিল্পী মিসবাহ উদ্দীন ছিলেন সুস্থ ও মননশীল সংস্কৃতির একনিষ্ঠ ধারক ও প্রচারক। ইসলামী সংস্কৃতির বিকাশে আজীবন নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন। তিনি সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ভোগ বিলাসের জীবন পরিহার করে দ্বীনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেছেন। বক্তারা বলেন, ইসলামী সংগীতকে তিনি মনেপ্রাণে গ্রহণ করেছিলেন। যে কোনো মাহফিল কিংবা অনুষ্ঠানে সুযোগ পেলে তিনি নির্দ্বিধায় সংগীত পরিবেশন করতেন। কোনো চাওয়া পাওয়ার চিন্তা করতেন না। বক্তারা মরহুম ও তার পরিবারের জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন।
বুধবার রাতে ফোরামের উপদেষ্টা মাওলানা জুনাইদ আল হাবীবের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী ও ফোরামের প্রধান উপদেষ্টা আলেমেদ্বীন মুফতি আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী চিন্তাবিদ আ.ফ.ম শফিকুল ইসলাম এবং দিশারী শিল্পী গোষ্ঠী সিলেটের সাবেক প্রধান পৃষ্ঠপোষক ও পরিচালক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। স্মৃতিচারণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন ফোরামের উপদেষ্টা উবায়দুল হক শাহীন, মঈনুল ইসলাম চুনু, মরহুমের ছোট ভাই জামাল উদ্দীন, শিল্পী হেলাল আহমদ, দিশারী শিল্পী গোষ্ঠী সিলেটের সাবেক পরিচালক তাসনিম যায়েদ ও বর্তমান পরিচালক আলিফ নূর। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মরহুমের ছেলে রেদওয়ানুর রহমান ও শিল্পী রুবেল হাসান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন ফোরামের প্রধান উপদেষ্টা মুফতি আলী হায়দার।
শেয়ার করুন