জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. ইউনূস, সম্পাদক স্নিগ্ধ

জাতীয়

শহীদ ফাউন্ডেশনের সভাপতি ড. ইউনূস, সম্পাদক স্নিগ্ধডক্টর মুহাম্মদ ইউনুসকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই হত্যার শহীদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে।
স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে সারাদেশ থেকে সেটা শহীদদের পরিবারের থাকা খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে।

 

তিনি জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।
সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক এটা সরকারও সমর্থন করে না। তবে জুলাই গণহত্যার সাথে যারাই জড়িত থাকবে প্রমাণসাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *