জৈন্তাপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

সিলেট

জৈন্তাপুর সংবাদদাতা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ মে) বেলা ১২ টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার উদ্যোগে বর্ণাঢ্য এই র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি পরবর্তী সমাবেশে শামিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সিলেট -৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জয়নাল আবেদিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া, উপদেষ্টা রফিক আহমদ, ২নং জৈন্তাপুর ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়নের উপদেষ্টা হাফিজ কামরুল ইসলাম বাবর, আক্কাছ আলী, ২৪-এর আন্দোলনের যোদ্ধা নুর উদ্দিন, শ্রমিক কল্যাণের উপজেলা সেক্রেটারি সাইদ আহমদ, জুবায়ের আহমদ, নোমান আহমদ আবুল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিক মালিক উভয় জয়ী হবে। যে রকমভাবে সরকারী চাকরিজীবীদের রেশনভাতা চালু রয়েছে, অনুরূপভাবে শ্রমিকের মাঝে ও রেশনভাতা চালুসহ তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *