জৈন্তাপুরে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫

সিলেট

সিলেটের জৈন্তাপুরে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন গরুর মাংস জব্দ করেছে সেনাবাহিনী। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর হরিপুর গ্যাসফিল্ড ক্যাম্প থেকে বিকাল ৩টার তামাবিল-সিলেট মহাসড়কের চিকনাগোল শুক্রবারী বাজার সংলগ্ন রামেশ্বর এলাকায় মাংস জব্দ ও আটক করা হয়।

অভিযানে একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে উদ্ধার করা হয় ১৬০টি কার্টনে থাকা মোট ৪ হাজার কেজি ফ্রোজেন মাংস। প্রত্যেকটি কার্টনের ওজন ছিল ২৫ কেজি করে। সেনাবাহিনী জানায়, এসব মাংস অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে এনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি কোল্ড স্টোরেজে পৌঁছানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের।

আটক পাঁচজন হলেন জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৫), রামেশ্বর এলাকার সেতু দেবনাথ (৩৫), হেমু মুকামপাড়া গ্রামের আবদুল্লাহ (৩১), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রাব্বানী (২৩), আকাশতারা গ্রামের ট্রাক হেলপার মো. শুভ (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারের বিষয়টি স্বীকার করেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাংস, ট্রাক ও মাইক্রোবাসসহ জব্দকৃত আলামত জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *