টাংগাইলে বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ-

জাতীয়

টাংগাইল প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নদীতে ঘড়-বাড়ি বিলিন হয়ে যাওয়া ও অসহায় পরিবারের মাঝে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার(০১ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা আহসান হাবীব মাসুদ বন্যা দূর্গতদের মাঝে উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন।

বন্যার্তদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ কালে জেলা আমীর জননেতা আহসান হাবীব মাসুদ বলেন- আমরা আল্লাহর ভয় ও মানুষের আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। জামায়াতের প্রতিটি কর্মী হলো সমাজ কর্মী। জামায়াতের পাশাপাশি সকল সংগঠন ও বিত্তবানরা বন্যার্তদের পাশে দাড়াঁলে এ সমস্যা কিছুটা লাঘব হবে। আমাদের প্রতিটি কর্মী অসহায়- বর্ন্যাতদের ঘরে ঘরে গিয়ে কাঁধে করে ত্রান সামগ্রী পৌচ্ছে দিচ্ছে। বর্ন্যাতদের নিয়ে রাজনীতি না করে মানবতার প্রতি ভালবাসার দায়বদ্ধতা নিয়ে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এ বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি সিলেটসহ সারাদেশে বন্যাকবলিত মানুষের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার,
সদর পশ্চিম সেক্রেটারী মাও ইদ্রিস আলী আকন্দ, ছাত্রশিবির টাঙ্গাইল শহর সভাপতি আব্দুল্লাহ মামুন প্রমূখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *