
সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় টানা চারদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টি।
বৃহস্পতিবার (৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে সিলেট, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবেই প্রতিদিন দেশের কোথাও না কোথাও বৃষ্টিপাত হয়। তবে ৫ জুলাই থেকে বেশিরভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শেয়ার করুন