তিনদিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টি ঝরছে। শনিবার (৭ অক্টোবর) তৃতীয় দিনের মতো বৃষ্টিপাত চলছে। এই তিনদিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে গত ২৪ঘন্টায়। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। সড়ক উপছে পানি ঢুকেছে অনেক বাসাবাড়ি ও দোকানে। এমনকি হাঁটু সমান পানি জমেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক এলাকায়।
গত বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় মুষলধারে।শুক্রবার দিনভর বিরতিহীন বৃষ্টি ঝরে। রাত ৮টার দিকে থামলেও মধ্যরাত থেকে পুনরায় শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা শনিবার সকাল ১০টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত অব্যাহত রয়েছে।
এই বৃষ্টিপাত রোববার পর্যন্ত চলবে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সরজমিনে দেখা গেছে, শুক্রবার দিবাগত রাত থেকে মুষলধারার বর্ষণে সিলেট নগরীর নিচু এলাকাগুলোর প্রায় সব সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শুধু শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিতে বিভাগের সবচেয়ে ব্যস্ততম চিকিৎসা সেবাকেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকসহ আশপাশ এলাকা জলের তলায়। প্রধান ফটকে প্রায় হাঁটু সমান পানি।
নগরীর আম্বখানা-বিমানবন্দর সড়কের কিছুকিছু অংশ ডুবুডুবু।শহরতলীর মেজরটিলা এলাকার অনেক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। রাত থেকে অনেকটা গৃহবন্দি ওসব এলাকার মানুষ।
এছাড়াও নগরীর খাসদবির, চৌকিদেখি, কাজলশাহ, উপশহর, দরগাহ মহল্লা, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মাছুদিঘির পাড়সহবেশ কয়েকটি এলাকার দোকানপাট রাস্তাঘাট ও বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে।
শুধু এসব এলাকাই নয়, নগরীর প্রায় সব এলাকার চিত্রই প্রায় একইরকম।
বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাওয়ায় সাধারণ মানুষ ও এলাকাবাসী দোষারোপ করছেন নগর কর্তৃপক্ষকে। তারা এই জলাবদ্ধতার জন্য সিটি করপোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন।
অনেকে বলছেন, ড্রেনেজ সিস্টেম যদি সঠিক সময় সংস্কার করে রাখা হতো, তাহলে এই ভোগান্তি পোহাতে হতো না। বারবার এই ভোগান্তির পরও সিসিকের টনক না নড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৫৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার।রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
শেয়ার করুন