এবার কাতারে সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল। আর এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাস থেকে সুখস্মৃতিই খুঁজে পেল তিতের দল। গত ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল ব্রাজিল। সেবার তারা হেরে গিয়েছিল প্রথম ম্যাচ, পরের আসরেও ঘটে একই ঘটনা। এরপর ৮৮ বছরে আর কখনোই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারেনি তারা।
এর মধ্যে ১৯ ম্যাচে অপরাজিত থেকেছে তারা, হেরেছে দুইটিতে। প্রথম বিশ্বকাপে তারা যুগোস্লোভিয়ার কাছে হারে ২-১ গোলে হারে।
পরের আসরে ইতালির কাছে হারতে হয় ২-১ গোলে। বিশ্বকাপজয়ী পাঁচ টুর্নামেন্টের সবগুলোতেই প্রথম ম্যাচ জিতেছে সেলেসাওরা। নিজের খেলা তিন বিশ্বকাপের সবগুলোতেই প্রথম ম্যাচে গোল করেছেন পেলে।
শেয়ার করুন