ট্রফি জিতে মাঠেই বৃদ্ধাকে সালাম, কার পা ছুঁলেন কোহলি?

খেলাধুলা
এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। জেতার পর দুবাইয়ের মাঠে উল্লাস করছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই সময়ই দেখা যায়, এক বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করছেন বিরাট কোহলি।

ভারতের হয়ে প্রথম আইসিসি ট্রফি জিতলেন মহম্মদ শামি। পুত্রের এই সাফল্যের দিনে মাঠে হাজির হয়েছিলেন শামির পরিবার। দুবাইয়ের মাঠে দেখা যায় শামির মা, ভাই ও বোনকে। শামির মাকেই প্রণাম করলেন বিরাট কোহলি। পরিবারের সকলের সঙ্গে  আলাপও করলেন কিছু সময়।

চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই উল্লাসিত ভারতীয় ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সেই ট্রফি হাতে শুরু হয় আবার উল্লাস। সেই সময়ই পরিবারের সঙ্গে কোহলির পরিচয় করান শামি। তাঁর মাকে দেখে হাসিমুখে এগিয়ে আসেন কোহলি। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। কোহলির মাথায় হাত রেখে আশীর্বাদ করেন শামির মা।

সেখানে ছিলেন শামির ভাই ও বোন। তাঁদের সঙ্গেও আলাপ করেন কোহলি। সকলে মিলে ছবি তোলেন। সবার মাঝে দাঁড়িয়ে ছিলেন কোহলি। তাঁর ডান দিকে শামির ভাই, বোন এবং বাঁ দিকে শামির মা ও শামি দাঁড়িয়ে ছিলেন।

শুধু শামির পরিবারের সঙ্গে নয়, নিজের পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় কোহলিকে। খেলা চলাকালীন গ্যালারিতে ছিলেন অনুষ্কা শর্মা। খেলাশেষে মাঠে নামেন তিনি। দু’জনে হাসিমুখে বেশ কিছু ক্ষণ গল্প করেন। কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সাক্ষী থাকতে পারেননি অনুষ্কা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সাক্ষী থাকলেন তিনি।

মাঠে দেখা যায় রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদে ও কন্যা সামাইরাকেও। খেলা দেখতে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। চার মেরে দলকে জেতানোর পর গ্যালারিতে তাঁর দিকে তাকিয়েই চুমু ছোড়েন জাডেজা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *