স্টাফ রিপোর্টার : কারান্তরীণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সিলেটের বাসায় অভিযান ও তল্লাশীর ঘটনাটি অস্বীকার করেছে পুলিশ।
তবে বাসার সিসিটিভির ফুটেজে ধারনকৃত পাঁচ মিনিটের বেশি সময়ের ভিডিওতে দেখা গেছে- পুলিশের ভেস্ট পরা সাদা পোশাকের লোকজনকে বাসায় প্রবেশ করতে। আর বাসার গেইটের সামনে মাথায় হেলমেট ও গায়ে পুলিশের বুলেট প্রুফ পরা আরো দুইজনকে দাঁড়িয়ে থাকতে। সিসিটিভির এই ফুটেজটি দৈনিক জালালাবাদের কাছে সংরক্ষিত রয়েছে।
এ ব্যাপারে এসএমপির শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযানের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন- বুধবার এ রকম অভিযান ওই এলাকায় হয়নি। তাহলে শাহপরান থানা পরিচয় দিয়ে ডা. শফিকের বাসার অভিযানে এরা কারা। এমন প্রশ্ন জনমনে বিরাজ করছে।
ডা. শফিকের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৯টার সময় ডা. শফিকের সিলেট নগরীর শিবগঞ্জস্থ সবুজবাগের বাসা ঘেরাও করে পুলিশ। পরে বাসায় থাকা পরিবারের সদস্যদেরকে ডাকাডাকি করতে থাকেন পুলিশ সদস্যরা। এ সময় তারা নিজেদেরকে শাহপরান থানার পুলিশ বলে পরিচয় দিয়ে গেইট খুলতে বলেন। পরে সাদা পোশাকের তিনজন ঘরের প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালান।
শেয়ার করুন