ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন: বাসদ

সিলেট

ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় আম্ভরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মিয়া, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আলতাফ পারভেজ, সুমন মিয়া, ইউসুফ আলী, জাহেদ আহমদ, দানেজ আহমদ, প্রমূখ।

মানববন্ধনে বক্তব্যকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ আগস্টের ১৫ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে ৬৬৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে গত দুই মাসেই আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। যেখানে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ জন আর এ মাসের ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ২২০ জন। বক্তারা বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতের ডেঙ্গুর অবস্থা জনগণ প্রত্যক্ষ করেছে। বর্তমান সময়েও সারাদেশে ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে সরকার নির্বিকার।

বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে আপদকালিন পর্যাপ্ত ডাক্তার-নার্সের ব্যবস্থা করা, সীট ও স্যালাইন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ, এডিশ মশা ও ডেঙ্গু প্রতিরোধে কীটতত্তবীদ-জনস্বাস্থ্যবীদ-স্থানীয় সরকারসহ সকল অংশীজনের সমন্বয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। বক্তারা জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সকল খাল, পুকুর ও জলাশয় উদ্ধার করার আহ্বান জানান।ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন: বাসদ

ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় আম্ভরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মিয়া, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আলতাফ পারভেজ, সুমন মিয়া, ইউসুফ আলী, জাহেদ আহমদ, দানেজ আহমদ, প্রমূখ।

মানববন্ধনে বক্তব্যকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ আগস্টের ১৫ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে ৬৬৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে গত দুই মাসেই আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। যেখানে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ জন আর এ মাসের ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ২২০ জন। বক্তারা বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতের ডেঙ্গুর অবস্থা জনগণ প্রত্যক্ষ করেছে। বর্তমান সময়েও সারাদেশে ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে সরকার নির্বিকার।

বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে আপদকালিন পর্যাপ্ত ডাক্তার-নার্সের ব্যবস্থা করা, সীট ও স্যালাইন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ, এডিশ মশা ও ডেঙ্গু প্রতিরোধে কীটতত্তবীদ-জনস্বাস্থ্যবীদ-স্থানীয় সরকারসহ সকল অংশীজনের সমন্বয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। বক্তারা জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সকল খাল, পুকুর ও জলাশয় উদ্ধার করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *