ঢাকায় বিএনপির সমাবেশে আওয়ামী লীগের তৌহিদ

সিলেট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ডাকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সারাদেশের ন্যায় সিলেট মহানগর আওতাধীন বিএনপি সমর্থক সাবেক মেয়র ও কাউন্সিলদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

যথাসময়ে সমাবেসে সবাই উপস্থিত থাকলেও সমাবেশে পতিত আওয়ামী লীগের আমলে ছাত্র জনতার উপর হামলার হুকুমদাতা, হামলাকারি, বেশ কয়েকটি মামলার আসামী, সিলেট সিটির সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শওকত আমিন তৌহিদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে । নেটিজেনরা সমাবেশে তৌহিদের উপস্থিতি নিয়ে নানান মন্তব্যের ঝড় তুলছেন।

সমাবেশে বিতর্কিত সেই শওকত আমিন তৌহিদকে দেখা গেছে সিলেট বিএনপির নেতৃবৃন্দের সাথে! এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের গুঞ্জন, ভাসছে আওয়ামী লীগ নেতা তৌহিদের বিভিন্ন অনুষ্টানের চিত্র।

ইতিমধ্যে তৌহিদের একটা ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে ভিডিও সুত্রে জানা যায়, ২০২২ সালে সিলেট নগরীর মিরাবাজারে বিএনপির এক বৈঠক চলাকালে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শওকত আমিন তৌহিদ পুলিশ ও ছাত্রলীগের ক্যাডারদের সাথে নিয়ে সে বৈঠক বন্ধ করে দেন। এসময় তিনি বলেন তাদের অফিসে গিয়ে রাজনীতি চর্চা করুক আমার এলাকায় এসব হবেনা। অথচ এই তৌহিদ পতিত আওয়ামী লীগের আমলে তার অফিসকে বানিয়েছিলেন আওয়ামী লীগের টর্চার সেল। সূত্র থেকে জানা যায়, রায়নগর এলাকার ভিতরে তার অফিস ছিল সবার মাঝে এক আতঙ্ক।

এদিকে ঢাকায় বিএনপির সমাবেশে আওয়ামী লীগের তৌহিদের বিষয়ে কেউই জবাব দিতে চাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানান, মো. শওকত আমিন তৌহিদ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং গত জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারি হিসেবে কয়েকটি মামলার আসামী। এসব জেনেও নেতৃবৃন্দ তাকে নিয়ে সমাবেশে যোগ দেয়া মানে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের রক্তের সাথে বেঈমানি।

যেখানে তৌহিদ গ্রেফতার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সিলেট বিএনপির নেতৃবৃন্দের সাথে সমাবেশে যোগদান কিভাবে করে? বুধবার এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়ার পর থেকে শুরু হয়েছে গুঞ্জন।

এসময় সাবেক জনপ্রতিনিধিদের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সিসিক কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিম, নজমুল হোসেনসহ সিলেট সিটি কর্পোরেশন, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের প্রায় দেড় শতাধিক বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *