ঢাকার সড়কে যানজট নিয়ন্ত্রণে নামছেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তরা

জাতীয়

অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে

রাজধানী ঢাকার যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পরিচালনার জন্য প্রশিক্ষিত শিক্ষার্থীদের নিয়োজিত করা হয়েছে। এবার ঢাকার যানজট নিয়ন্ত্রণে সামরিক বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিভিন্ন বাহিনীর যেসব সদস্য কর্মজীবনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন, তাদের দিয়ে কমিউনিটি পুলিশিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রাফিক শাখায় কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা তৈরির কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এক প্রতিদবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সরকারি বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, যাদের বয়স অনূর্ধ্ব ৫০ বছর, তাদের ফিরিয়ে আনা হবে।

এ তালিকায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী রয়েছে।

গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তালিকা করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপিকে।

বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, “অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।”

যানজটে নাকাল ঢাকার সড়কে রাজধানীতে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা সম্প্রতি আরও বেড়ে গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক জায়গায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতে দেখা যায়নি। কোথাও কোথাও সন্ধ্যার পর পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে না। ফলে ওই সব এলাকায় যানজট তীব্র আকার ধারণ করছে।

যানজট নিরসনের পদক্ষেপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। সকাল-বিকেল দুই শিফটে কাজ করছেন তারা। প্রতি শিফটে ভাতা ৫০০ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *