কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব কখনোই মেনে নেয়া যায় না। তারেক রহমান বিএনপির নেতা হলে তাদের সঙ্গে বেহেশতেও যেতে চাই না। রোববার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমি পরাজিত সৈনিক। এতো অনুরোধেও নিজের দলের লোক ভোট দিতে যায়নি। বর্তমান আওয়ামী লীগ ভাসানী-বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এটি লুটপাটকারীদের আওয়ামী লীগ। এ সময় তিনি দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
২ মার্চ ঐতিহাসিক পতাকা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতিন্ত্রিক দল জেএসডি। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা পেশার মানুষ অংশ নেন।
শেয়ার করুন