আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন হাজারো মানুষ। প্রচণ্ড রোদের মধ্যে চলা এ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের স্বস্তি দিতে ঠান্ডা পানি স্প্রে করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পূর্বপাশে মিন্টো রোডের মুখে ফোয়ারা মোড়ে ট্রাকের ওপর তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবির, জামায়াতে ইসলামী, এবি পার্টি, অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশনসহ নানা সংগঠনের নেতা-কর্মীরা একে একে যোগ দেন এই কর্মসূচিতে।
এর আগে দুপুর ১২টার পর ‘যমুনা’র সামনে অবস্থানরত আন্দোলনকারীরা ধীরে ধীরে সরে এসে মঞ্চের সামনে জায়গা নেন। কেউ কেউ জুমার নামাজ আদায় করে সরাসরি সমাবেশস্থলে যোগ দেন, কেউ মিছিল নিয়ে হাজির হন মঞ্চের পাশে। উপস্থিত জনতা তখন থেকেই বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। বারবারই মাইকে ধ্বনিত হয়— ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর— আওয়ামী লীগ নো মোর’।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের সঙ্গে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য ও আরও কয়েকটি ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বিক্ষোভ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে শাহবাগ, কাকরাইল ও মিন্টো রোড এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় ও কাকরাইল মসজিদের দিকের পথে দেওয়া হয়েছে ব্যারিকেড, বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।
শেয়ার করুন