দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজা সহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর ভার্থখলাস্থ নছিবা খাতুন বিদ্যালয়ের গলি থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হোসনা বেগম (৬০) দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলার-কুমিল্লাপট্টির বাসিন্দা মৃত বাবর আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ভার্থখলাস্থ নছিবা খাতুন বিদ্যালয়ের গলিতে অভিযান চালিয়ে হোসনা বেগমকে আটক করে দক্ষিণ সুরমা ফাঁড়ির পুলিশ। এসময় তার হাতে থাকা একটি পুরাতন ট্রাভেল ব্যাগের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
শেয়ার করুন