দিরাইয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে রুদ্র দাস (১২) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার শ্যামারচর গ্রামের বৈরাগী হাটির নৃপেন্দ্র দাসের ছেলে ও শ্যামারচর ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০এপ্রিল) সন্ধ্যায় শ্যামারচর গ্রামের পাশে মরা সুরমা নদীর খেয়াঘাটে বজ্রপাতের কবলে পরে গুরুতর আহত হয় সে। আহতাবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিহত শিশুটি গরু আনতে হাওরে যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে সে দৌড়ে বাড়ী ফেরার সময় শ্যামারচর খেয়াঘাটে বজ্রপাতের কবলে পড়ে। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃরায়হান উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *