ভারতের রাজধানী দিল্লির একাধিক জায়গার তাপমাত্রা ২.২ ডিগ্রিতে নেমে এসেছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে দিল্লিবাসী দেখে মৌসুমের শীতলতম এ দিন।
আবহাওয়া অফিস জানায়, রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরের মতো এলাকার তাপমাত্রা নেমে যায় ২.২ ডিগ্রিতেও। উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।
কনকনে ঠাণ্ডার পাশাপাশি বৃহস্পতিবার বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি। যার ফলে কমেছে দৃষ্টিসীমা। এর প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও। ব্যস্ত পালম এলাকায় দৃষ্টিসীমা নেমে এসেছিল ২৫ মিটারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।
শেয়ার করুন