দীর্ঘ দেড় মাস পর নড়াইলের লাঞ্চিত অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে ফিরলেন

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ (৪ আগষ্ট) বুধবার দুপুর ১২টায় নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজে যান।
লাঞ্ছিত হওয়ার দেড় মাস পর কর্মস্থলে ফিরলেন এবং কলেজে অবস্থান করেন আড়াইটা পর্যন্ত। তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল, স্থানীয় সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

উল্লেখ্য গত ১৮ জুন অনাঙ্খিত ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ৩৫ দিন কলেজ বন্ধ থাকার পর গত ২৪ জুলাই কলেজ খোলে। কিন্তু আজই ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজে আসেন।

অধ্যক্ষকে বরণ করে নিতে সকাল থেকেই কলেজে অপেক্ষা করছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল। স্থানীয় সংসদ সদস্য বি এম কবিরুল হকের গাড়িতে বেলা ১১টা ৪৭ মিনিটে কলেজে আসেন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসসহ রাজনৈতিক দলের নেতারা।

কলেজে ফিরে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশের সব মানুষের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে আমি কৃতজ্ঞ সাংবাদিক এবং দেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতি যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা নিরাপদে, নির্ভয়ে পড়াশোনা করবে। অসাম্প্রদায়িক চেতনায় প্রকৃত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *