দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-মোকাব্বির খান এমপি

জাতীয়

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা যেন অধিকার আদায় করতে পারি। মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি। আমরা যেন কল্যাণমুখি রাষ্ট্র করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, তজম্মুল আলী ছিলেন সিলেট বিভাগের একজন সু-পরিচিত মানুষ। কর্মগুণে তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন আজীবন।

রবিবার (১৯ মার্চ) পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলে রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম তজম্মুল আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হত-দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদের সভাপতিত্বে ও পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান অমির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক হাসান হাফিজুর রহমান টিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজামান, আওয়ামী লীগ নেতা শেখ আজাদ, প্রাইম ব্যাংক সিলেট দরগা গেইট শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল হিরণ, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মনির আহমদ, আয়ারল্যান্ড প্রবাসী আব্দুল বাসিত কিবরিয়া।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্যের এপিএস বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, মুরব্বী আতাউর রহমান আতা, সংগঠক লৎফুর রহমান, রফিকুল আলম, তানভীর হোসেন, আবুল কালাম রুনু, হোসাইন আহমদ প্রবেল, আনোয়ার হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *