হিকমত, সদুপদেশ ও সর্বোত্তম পন্থায় দাওয়াতে দ্বীনের কাজ অব্যাহত রাখতে হবে*
—মাওলানা হাবীবুর রহমান
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবীবুর রহমান বলেছেন, হিকমত, সদুপদেশ ও সর্বোত্তম পন্থায় দাওয়াতে দ্বীনের কাজ অব্যাহত রাখতে হবে। দিকভ্রান্ত মানুষের মাঝে হেদায়াতের আলো পৌঁছে দিতে এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, দা’য়ী ইলাল্লাহগণ আদর্শের প্রতিচ্ছবি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। কথা ও কাজের গড়মিল বর্জন করা জরুরী। হৃদয়গ্রাহী ভাষা, কোমল ব্যবহার, বিতর্কিত পন্থা পরিহার ও সর্বোচ্চ উন্নত মানবিক যোগ্যতা প্রদর্শন করে জাতিকে আল্লাহর দিকে আহবান জানানোর চেষ্টা করতে হবে। সর্বোপরি আল্লাহ প্রদত্ত ও রাসুলুল্লাহ (সা:) প্রদর্শিত নীতি অনুকরণ ও এর বাস্তবায়নে দা’য়ী ইলাল্লাহদের অগ্রণী ভূমিকা পালন করা দরকার।
তিনি (আজ) শুক্রবার মানবসম্পদ বিভাগ, সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী দা’ওয়াহ বিষয়ক ট্রেইনার প্রশিক্ষণের উদ্বোধনী দিবসে দারসুল কুরআন পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান সমন্বয়কারী ড. নুরুল ইসলাম বাবুলের পরিচালনা ও ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন ট্রেইনার মাওলানা মাশুক আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা শাহ মাহমুদুল হক ও মাওলানা আসাদুর রহমান।
শেয়ার করুন