নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্তত ৩৬ জন সদস্যকে গত দুই দিনে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে সংগঠনটির গুরুত্বপূর্ণ সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।
প্রতীকী ছবি
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের প্রেস উইংয়ের প্রধান উপদেষ্টা জানান, শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের বাইরে নিষিদ্ধ সমাবেশে অংশগ্রহণকারী হিযবুত তাহরীর সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান শুরু হয়েছে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে হিযবুত তাহরীর প্রায় এক হাজার কর্মী-সমর্থক ‘খেলাফতের পক্ষে মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরানা পল্টনে পুলিশের সাথে সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিযবুত তাহরীর অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।’
তিনি আরও জানান, সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন