দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো ব্যবসায়ী নিখোঁজ মঈন উদ্দিনের লাশ

সুনামগঞ্জ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে ভেসে উঠলো সালিশ ব্যক্তিত্ব ব্যবসায়ী নিখোঁজ মঈন উদ্দিন (৪৫) এর লাশ। মঙ্গলবার (৩০) সকাল ৮টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ চেলা নদীর রহিমেরপাড়া ভাঙাবাড়ি এলাকায় স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পান। নিহত মঈন উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাও গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়। তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌছেছে। উল্লেখ্য, ভাসমান লাশের হাতে তার মুঠোফোন ও জুতা ঝুলে থাকতে দেখা যায়।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর লাশ পাঠানো হবে। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *