এম,এইচ,শাহজাহান আকন্দ; দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে (৮১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার(১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের এর আগে তার প্রতি প্রথমে রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। দোয়ারাবাজার থানা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
এ পর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বিআরডিবি) শাহিনুর রহমান,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর,এস আই দিলু প্রর।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শেয়ার করুন