ছাতক,দোয়ারা বাজার,
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি দপ্তর ও সুরমা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দোয়ারাবাজার থানা, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, পাউবো’র ফসল রক্ষা বাঁধ, সমুজ আলী স্কুল ও কলেজ, টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফপুর রাস্তার উন্নয়ন কাজ, সুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়, গ্রাম আদালত এবং ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন। পরে ডিসি সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, পিন্টু দাস উপপ্রশাসনিক কর্মকর্তা,সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ,অধ্যক্ষ অসীম মোদক প্রমুখসহ জনপ্রতিনিধি বৃন্দ।
শেয়ার করুন