নতুন কমিটি না হওয়া পর্যন্ত ছাতকে সরকারী সহায়তা বন্ধ রাখার দাবীতে ইউএনও বরাবরে মণিপুরী সম্প্রদায়ের আবেদন

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে মেয়াদ উর্ত্তীর্ণ মণিপুরী সমাজকল্যাণ সমিতি এবং ট্রাইবাল ওয়ালফেরয়ার এসোসিয়েশন(টিডবিএ) ধনীটিলা শাখার নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সরকারী সকল সহায়তা কার্যাক্রম বন্ধ রাখার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছে মণিপুরী সম্প্রদায়ের নেতা মিলন কুমার সিংহ। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আবেদন দেয়া হয়। আবেদন থেকে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা, রাসগনর ও রতনপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের সামাজিক সংগঠন মণিপুরী সমাজকল্যাণ সমিতি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন ধনীটিলা শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। বিভিন্ন সামাজিক সমস্যার কারনে যথা সময়ে তারা নতুন কমিটি গঠন করতে পারেনি। উভয় সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষে সম্প্রদায়ের যুব সমাজের ডাকে ২৯ জুলাই ধনীটিলা টি ডবিøউ এ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দ্রæত সময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ মণিপুরী সমাজকল্যাণ সমিতি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ধনীটিলা শাখার নতুন কমিটি গঠন এবং নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত উভয় সংগঠনের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের লোকজন। এ ছাড়া সম্প্রতি কয়েকটি অশোভনীয় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মেয়াদ উত্তীর্ণ মণিপুরী সমাজকল্যাণ সমিতি ধনীটিলা শাখার সভাপতি নিশি কান্ত সিংহকে কেন্দ্রীয়ভাবে বহিস্কার করা হয়। গত ২৮ মার্চ মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা স্বাক্ষরিত এক চিঠিতে ধনীটিলা শাখার সভাপতির পদ থেকে নিশি কান্ত সিংহকে বহিস্কার করা হয়। এদিকে মণিপুরী সম্প্রদায়ের ৭০ জন শিক্ষার্থীর সরকারী শিক্ষা বৃত্তির টাকা আত্মসাতের চেষ্টাকালে প্রশাসনের হাতেনাথে ধরা পড়ে মণিপুরী সমাজকল্যান সংস্থার সভাপতি নিশি কান্ত সিংহ। গত ৯ জুন ধনীটিলা গ্রামে বিতরণকালে ধরা পড়ায় ওই দিন আর এসব টাকা বিতরণ বন্ধ করে দেয় প্রশাসণ। পরে গত ২৬ জুলাই সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) দেবজিৎ সিংহের উপস্থিতিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়। এসব অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িয়ে পড়ায় বর্তমানে নিশি কান্ত সিংহের প্রতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকজন ফুঁসে উঠেছে। এদিকে মেয়াদ উত্তীর্ণ ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন ধনীটিলা শাখার সাধারণ সম্পাদক শিব শংকর সিংহের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। বর্তমানে মণিপুরী সমাজকল্যাণ সমিতি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন ধনীটিলা শাখার নতুন কমিটি গঠন নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সম্প্রদায়ের লোকজনের মধ্যে বেশ সারা পড়েছে বলে মণিপুরী সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *