আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন কে কেন্দ্র করে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও উভয় গ্রুপের নেতৃবৃন্দ একে অপর কে ঘায়েল করতে বিভিন্ন রকম প্রচার প্রচারণা চালাচ্ছেন। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে চলছে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন।
অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি কুলাউড়া বাজারের সচেতন ব্যবসায়ী বৃন্দ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির বিতরণ করা লিফলেট গুলোর প্রতি সাধারণ ব্যবসায়ীদের খুব একটা আকর্ষন বা আগ্রহ নেই। কারণ হিসেবে সমিতির সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থী না থাকা’র কথা উল্লেখ করছেন তারা। এদিকে ওয়াার্ড সম্পাদক/সদস্য পদ সহ বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভোটাররা তাদের গোপন ভোট দিতে এখনো পর্যন্ত অনীহা প্রকাশ করছেন। তবে ২৬ এপ্রিলের আগে স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনের প্রেক্ষাপট তৈরী হবে বলে কেউ কেউ ধারণা করছেন।
ব্যবসায়ী কল্যাণ সমিতি ও কুলাউড়া বাজারের সচেতন ব্যবসায়ীবৃন্দ নামীয় উভয় গ্রুপে নেতৃত্ব দানকারী হিসেবে মাঠ পর্যায়ে যাদের নাম উঠে এসেছে তারা হলেন -বদরুজ্জামান সজল,মঈনুল ইসলাম শামীম, আতিকুর রহমান আখই, হাজী রফিক মিয়া ফাতু,ময়নুল হক বকুল, মেহেদী হাসান খালিক, প্রমুখ।
শেয়ার করুন