নিচু বাউন্সের উইকেটে বাংলাদেশি স্পিনারদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে আফগানদেরও। রান তাড়ার শুরু থেকেই আফগানদের চেপে ধরে বাংলাদেশ।নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের রান তোলার গতি রোধ করার চেষ্টা করছে টাইগার বোলাররা।
মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাচ না ফেললে ইনিংসের তৃতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে তুলে নিতে পারতেন সাকিব আল হাসান। লং অনে থাকা রিয়াদ সেই ক্যাচ সামনে ঝাঁপিয়ে পড়েও তালুতে জমাতে পারেননি। তবে সাকিব তাতে দমে যাননি। নিজের পরের ওভারেই গুরবাজের উইকেট শিকার করেছেন। তার নিচু হয়ে যাওয়া বল সামনে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন গুরবাজ (১১)।
দ্বিতীয় উইকেটে ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং ইব্রাহিম জাদরানের ৩১ বলে ৩০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে আফগানিস্তান। তবে ইনিংসের দশম ওভারে জাজাইকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ চেনান ব্যাট হাতে আলো ছড়ানো মোসাদ্দেক।
মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই আফগান স্পিনার মুজিব-উর-রহমান এবং রশিদ খানের স্পিন ভেলকির সামনে মুখ থুবড়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এক পর্যায়ে মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেনের ৩১ বলে ৪৮* রানের লড়াকু ইনিংস এবং মাহমুদউল্লাহর ২৫ ও শেষ দিকে মেহেদী হাসানের ২ চারে ১২ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ১২৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।