পরকীয়ার জেরে স্বামী‌কে হত্যা, স্ত্রী ও প্রে‌মিকের মৃত্যুদ‌ণ্ড

জাতীয়

কি‌শোরগ‌ঞ্জের ভৈর‌বে পরকীয়া প্রে‌মিককে সঙ্গে নিয়ে স্বামী‌কে হত্যার দা‌য়ে স্ত্রী ও প্রে‌মিক‌কে মৃত্যুদ‌ণ্ডের আদেশ দি‌য়ে‌ছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাম্মি হাসিনা পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভৈরব উপজেলার চন্ডিবের উত্তরপাড়া গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে মোছা. রোখসানা আক্তার এবং একই গ্রামের বাবুল আহম্মেদের ছেলে আসিফ আহম্মেদ। নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ে বিভাগে চাকরি করতেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ে বিভাগে ঢাকার কমলাপুরে চাকরি করতেন। স্ত্রী-দুই বাচ্চা নিয়ে ভৈরবে তার বড় ভাইয়ের বাসায় থাকতেন। প্রতি সপ্তাহে তিনি স্ত্রী সন্তানের কাছে আসতেন। ২০১৯ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় মাহবুব ভৈরবে স্ত্রী সন্তানের কাছে আসলে পরদিন ভোরে বাসার ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের স্ত্রী ডাকাতির ঘটনা বলে প্রচার করে। পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়েন করেন।

ওই দিন পুলিশ নিহতের স্ত্রী রোকসানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেলে পুলিশের কাছে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে আদালতেই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

এ ঘটনায় ২০২০ সালের ৩০ মার্চ দুইজনকে আসামি করে আদালতে চার্জশীট দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ মামলার রায় দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *