হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাইভেটকার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানি সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), তাদের সন্তান অনন্ত (১১), এনামুল (৩৫), পিতা মোজ আলী মৃধা, ও তাদের ড্রাইভার হারুন বেপারী (৩৪)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাইভেটকারের লোকজন সিলেটে মাজার জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে হরিতলা বাদশা কোম্পানি সামনে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং কারের সকলই মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি ও লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
শেয়ার করুন