পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগের সুযোগ নেই শাবির নিরাপত্তাকর্মীদের

সিলেট

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব দুই ঈদ। এই দুই ঈদে প্রত্যেকেই চায় কর্ম ব্যস্ততার ফাঁকে কিছুদিন আনন্দ ভাগাভাগি করে নিতে কিংবা প্রিয়জনের সাথে থাকতে। কিন্তু সেই আনন্দ ভাগাভাগির সুযোগ সবার হয়ে উঠেনা। তাদের মধ্যে অন্যতম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিরাপত্তাকর্মীরা। গত ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। ক্যাম্পাস ছুটির সাথে সাথে অনেকেই ক্যাম্পাস ছেড়ে নাড়ির টানে বাসায় চলে গিয়েছেন। তবে ঈদের ছুটি সকলে পেলেও নিরাপত্তা কর্মীরা পাবেন না বলে জানা গেছে সংশ্লিষ্ট দপ্তর থেকে। বন্ধ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নিরাপত্তা কর্মীদের ছুটি দেয়া হয় না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

তবে ছুটি না পেলে তেমন আক্ষেপও নেই কয়েকজনের  মধ্যে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভাগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বরত অন্তত ৮ জন নিরাপত্তা কর্মীর সাথে কথা বললে তারা বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আমানত। আমরা ছুটিতে চলে গেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত কিংবা চুরি হওয়ার আশঙ্কা থাকে। চাকরিতে যোগদান করার পর থেকেই আমরা পরিবারের সাথে ঈদ করতে পারি না। চাইলেও সুযোগ হয়না। তাই আমরাও এটা মেনে নিয়েছি।  

তবে নিজেদের সন্তানদের সাথে ঈদ কাটাতে পারবেন না বলে মনঃকষ্টে আছেন অনেকেই। ঈদের সময় বিকল্প ব্যবস্থা করে ছুটি মঞ্জুর করার আবেদনও জানিয়েছেন কয়েকজন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তাকর্মী রেনু মিয়া বলেন, ‘প্রত্যেক মা-বাবায় চায় বছরের একটা দিন নিজের সন্তান, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, কিন্তু সেই সুযোগ আমাদের হয় না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা স্বার্থেই আমাদেরকে ঈদের দিনও ক্যাম্পাস অবস্থান করতে হয়।’

বিশ্ববিদ্যালয়ের আরেকজন নিরাপত্তা কর্মী জয়ফল হোসেন বলেন, ‘ঈদের ৫-৬ দিন আগে থেকেই আমার ৫বছরের মেয়ে ফোন দিয়ে জিগ্যেস করে বাসায় কবে যাবো। তখন মেয়েকে আশ্বাস দেই যে ঈদের আগে বাসায় যাবো। বাচ্চারা যখন ফোন দিয়ে বাসায় যাওয়ার কথা বলে তখন অনেক খারাপ লাগে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *