২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড। যেখানে পাকিস্তানকে হারিয়ে ইংলিশরা শিরোপা উৎসবে মাতে। আগামী বছরের মে মাসে আবারও দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে। একই বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। যার প্রস্তুতি হিসেবে পাকিস্তান-ইংল্যান্ড এই সিরিজ খেলবে। ইতোমধ্যে সিরিজটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৪ সালের ২২ থেকে ৩০ মে পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মাটিতে গড়াবে সিরিজের ম্যাচগুলো। এর মধ্যে ২২ মে লিডসে প্রথম টি-টোয়েন্টি, ২৫ মে বার্মিংহামে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি মাঠে গড়াবে কার্ডিফে ২৮ মে ও ওভালে ৩০ মে।
এদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়ে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ইংল্যান্ড। যেখানে ৪-৩ ব্যবধানে সিরিজ জিতে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।
শেয়ার করুন